মনের কথা (First day)

আজ থেকে আবার লেখা শুরু করতে যাচ্ছি জানিনা সম্পুর্ন করতে পারব কিনা প্রত্যেক বারই  আশা করি যে আজই লেখাটা শেষ করব কিন্তু কোনো এক অজানা কারণে তা আর হয়ে ওঠেনা। মাথায় তো প্লট অনেক ই আসে তাও আবার এমন অদ্ভুত সময়ে যখন লেখার উপায় নেই যেমন পায়খানায় অথবা মোটর সাইকেল এ, বেশিরভাগ সময় আমার কাহিনী মনে পরে যখন আমি ট্রেন এ থাকি এ বরই বিচিত্র পরিস্থিতি কারণ তখন না থাকে কলম না থাকে কাগজ  কালই যেমন যখন আধো ঘুমে ছিলাম আমি তখন এক ভালো কাহিনী মনে এসেছিল তার একটা সুন্দর নাম ও ঠিক করে রেখেছিলাম যা সকালের অনান্য চিন্তায় বেমালুম ভূলেগেলাম। আমার দু একটা কাহিনীর মধ্যে মাকে একটা শুনিয়ে ছিলাম কাহিনী শুনে মা বলে ছিল খুব ভালো কিন্তু আমার মনে হয়না মার খুব একটা ভালো লেগেছে বলে কারণ আমি মানুষের মুখের ভাব দেখে তার অনেকটাই আন্দাজ করতে পারি। যাই হোক কারো ভালো লাগুক বা না লাগুক তাতে কিছু এসে যায় না আমার যা চিন্তা ভাবনা তাতো আর আমি পরিবর্তন করতে পারবো না।কিছুদিন পর মাকে সরাসরি জিগ্যেস  করলাম তোমার কি কাহিনীটা সত্যিই ভালো লেগেছিল না মিথ্যে বলেছিলে মা বলল না না আমারতি সত্যিই  ভালো লেগেছিল। সেটা শুনে আমার বড় ভালো লাগলো। যাক এবার  আমাকে আমার স্বপ্ন কাহিনীর একটা ভালো শুরু  চিন্তা করতে হবে। 

Comments