আবার মাথাটা খালি লেখাটা সম্পূর্ণ করতে চাইছি কিন্তু হচ্ছে না। কালকে একটা দারুন জিনিস মনে হলো যখন আমরা পেচ্ছাপ করি সুন্দর জোরে জল বের হয়। যেমনটা টাঙ্কি ভর্তি থাকলে হয় আরকি কিন্তু কোনো রিকম টাঙ্কির মতন সেটিং ছাড়াই জোর জোরে বের হয় অথচ জলের টাঙ্কি সেট করার সময় না জানি কত কায়দা করেতে জল জোরে বের হবার জন্যে। আমাদের শরীরটা এক অদ্ভুত যন্ত্র কতযে রহস্য আছে তা আমরা নিজেরাই জানিনা। এই ধরা যাক আমাদের হাত পা স্বাভাবিক ভাবে আমরা অনেকটা বাঁকাতে পারিনা কিন্তু একটু জিমনাস্টিক করলেই কি অসাধারণ নমনীয় হয়ে যায়। আবার মার রান্না করা দেখলেও আমার খুব অবাক লাগে কতনা অসাধারণ সব আবিস্কার এই রান্নাকে ঘিরে হয়েছে, 

Comments