আজ সকাল থেকেই লাইন নেই, লাইন মানে হোল ইলেকট্রিসিটি ভীষণ অসুবিধা হচ্ছে লিখতে গেলেই গরম লাগছে, হাতপাখা দিয়ে হাওয়া করেও কোনও সুবিধে হচ্ছে না। বারিতে লোক ভরতি লেখায় মনঃসংযোগ করতে পারছিনা। বোকার মতন ঘরের এদিক থেকে ওদিকে যাচ্ছি। অবশেষে দুতিন লাইন লিখলাম মনে হচ্ছে লেখাতা একজায়গায় আটকে গেছিল সেতা কাটানো গেছে। মনে অনেক চিন্তা পয়সাকরি হাতে নেই ভিখারিরও এর থেকে ভালো অবস্থা হয় বলে আমার মনে হয়। তবে এখন লেখার আত্মবিস্বাস পুরোপুরি আসেনি। অবিজ্ঞতা অনেক হয়েছে কিন্তু প্রেমের অবিজ্ঞতা এখন পুরো হয়নি। একটা প্রেম হয়েছিল তবে সেটা পুরপুরি মুই তরফা। তবে যাকে আমি ভালোবেশে ছিলাম তার কথা আম্র অষ্টপ্রহর মনে পরে, অষ্টপ্রহর বললে সেটা ঠিক হবে না। প্রতি সেকেন্ডে মনে পরে বললে ঠিক হবে। ভোলার অনেক চেষ্টা করছি। কিন্তু মনের গান বন্ধ হবার নয়। আমি এমনি ভোলা যে ভুলতেই পারছিনা তার কথা। প্রতিদিন স্বপ্নে সে রোজই আসে নতুন রূপে। ............
Comments
Post a Comment