দিন শেষ হতে হতে আমার সামনে অনেক গুলো প্রশ্ন চলে আসলো। যেমন আমি আর কত দিন এভাবে অপেক্ষা করব। নিজের সমন্ধে হতাশা জন্ম নিচ্ছে। আর কিছু দিন দেখব তার পর আমি বাড়ি থেকে চলে যাব এভাবে আমি বাঁচতে চাইনা আর এভাবে বাঁচবও না। হয় এসপার নয় ওসপার বাড়ির বড় ছেলে হবার কোনও দ্বায়িত্ব আমি পালন করতে পারছিনা উলটে সবাইকে বিপদে ফেলছি। ভগবানের উপরে খুব বিশ্বাস ছিল, ছিল না আছে কিন্তু উনি হয়ত নেই নাহলে আমার জন্যে সবাইকে বিপদে উনি ফেলছেন কেন। এমন অদ্ভুত শাস্তি দিচ্ছেন উনি আমি তো কষ্ট পাচ্ছি পাছিই আমাকে যারা সত্যিই ভালো বাসে তাদেরও শাস্তি দিচ্ছেন। অথছ যারা সবসময় অন্যায় করে তাদের উনি ভাল রাখেন। এর মানে কি বোঝা যায় ভালো ভাবে থাকাটাই অন্যায়। এখন রাত্রি ২ টো বাজে ১.৩০ মিনিটে একটা ফোন আসলো তাতে লেখা। "তোর বাবা জেলে আছে আমি কিছু করতে পারব" আমি উত্তরে লিখলাম "তুই কে" কোনও প্রতিউত্তর আসলো না দেখি সকালে ফোন করা যায় কিনা। বাড়ির সকলকে ব্যাপারটা জানাব কি জানাব না টা ভেবে পাচ্ছি না। ঠিক আছে কালকে সকালেই সিদ্ধান্ত নেব।
Comments
Post a Comment