আজকেও বাবার বেইল হলনা, কিজে হচ্ছে বুঝতে পারছিনা, বাবাকে ছাড়া বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগে। মার মুখের দিকে তাকানো যাচ্ছেনা, বুঝতে পারছি কষ্ট হচ্ছে কিন্তু আমিতো সেই কবের থেকে বেকার বসে আছি। আমার সাড়ে সাতী শেষ হবে সেই ২০১৭ তে তার পরে আর কি নতুন শুরু করব। নির্মল শাস্ত্রীর কথা যদি ঠিক হয় তাহলে আমার কোনও বিশেষ গুন থাকার কথা, সব সাড়ে সাতী থাকা ব্যক্তি দেরই নাকি বিশেষ গুন থাকে আমার কি বিশেষ গুন আছে সেটা আমি বুঝে উঠতে পারছিনা। আমি কিছু করতে চাই সকলের জন্যে আর কিছু করতে পারছিনা অথছ যারা কারও জন্যে কিছু করতে চায়না তারা করার মত জায়গায় থাকে এটা বড়ই অন্যায়। আজকে যখন IBIBO games এ লগিন করলাম "Confused" আই ডি থেকে তখন একটা ছেলে খামোখা আমাকে অন্য একজন মনে করে আজেবাজে কথা বলল আমিও সে রকমই বাজে উত্তর দেয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু ওর মতন অত বাজে বলতে পারলাম না। এরা কি মানুষ নাকি জন্তু আমি ভেবে পাইনা কারন যারা কারও মা বাবাকে গালি দেয় তারা কি মানুষের পর্যায়ে পড়ে বলে আমার জানা নেই। 

Comments