ভালোর দ্বারাই মন্দের সৃষ্টি হয়। তা আমি বুঝতে পারছি, এখন আমাদের পরিবারে বিরুদ্ধে যা হচ্ছে তা হল রাষ্ট্রীয় সন্ত্রাস। অর্থাৎ আমি বলতে চাইছি যখন ভালো আরে বেশি ভালো হবার চেষ্টা করে তখন স্বাভাবিক ভাবেই মন্দের সৃষ্টি হয়। এখন রাষ্ট্র এমন ভাব করছে যেন আমরা সম্পূর্ণ পরিবার অপরাধী। আমার বাবা নির্দোষ হওয়া সত্তেও জেলে ২০ দিন পায় হয়ে গেল আরও মনে হচ্ছে কিছুদিন জেলে থাকতে হবে হয়ত আমি বা আমার ছোট ভাই ও জেলে জেতে পারে। আমরা তখন সমাজ ও আইনের চোখে অপরাধীহয়ে যাবো। মা কে ছেড়ে দিয়েছে কারন মা মহিলা বলে। আচ্ছা আমি একটা জিনিশ বুঝতে পারিনা পুরুষ বা মহিলা হলে বিচার ব্যবস্থা তার সঙ্গে আলাদা ভাবে দেখা হয় কেন ? আমার মা তো নির্দোষ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের দোষ থাকা সত্তেও না ছাড়া পেয়ে যায়। অথচ হয়ত কোনও পুরুষ একই দোষ করলে তার জন্যে শাস্তি অনেক বেশি। 

Comments