আজকেও বাবার বেইল টা হলনা। এই কল্যান চৌধুরী এক নম্বরের শয়তান। C.D টা CALL করেইনী এরা কেমন কোরে উকিল হয়েছে বূঝতেপারিনা। আগেও একবার ওর ভূলে বেইল Reject হয়েছিল। আমদের উপায় নেই নাহলে কবেই এই উকিল change করে দিতাম। নিজেকে এত অসহায় কখনো লাগেনি আগে। আমি আর ধৈর্য ধরতে পারছি না। সেই ২০০৪ সাল থেকে সংগ্রাম শুরু হয়েছে এখনও জানিনা কবে সফলতা আসবে। নির্মল কুমার শাস্ত্রী বলেছেন আমার সাড়ে সাতী ছলছে তাই এমন হচ্ছে। তাহলে বাবার, মার বিলুর পকাইয়ের কেন এত ঝামেলা হচ্ছে ওদের তো সাড়ে সাতী নেই এখন। যেটাতেই হাত দেই সেটাতেই বিফল হচ্ছি। সব কিছুর ওপর থেকে বিশ্বাস চলে যাবে বলে আমার মনে হয়। জানিনা এখনও কি করে বিশ্বাসটা টিকে রয়েছে। হয়তবা কিছু ভরসা না থাকলে জীবনটা বৃথা হয়ে যায় বলে। আমি আর কিছুদিন দেখব কতদিন সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তার পর একটা U turn নেব...
Comments
Post a Comment