লেখার কাজটা খুব সহজ নয় ,অন্তত আমার কাছে তো তাই তার মধ্যে বাংলায় টাইপ করা আরও শক্ত শেষমেশ কালকে খাতায় লিখলাম যাতে ভুলে না যাই, ঘুমের বারোটা বাজলো চোখটা এখন জ্বালা করছে তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখাটাও বাজে হয়ে গেল যাই হোক আজ কাজটা চালু রাখতে পেরেছি বলে ভালই লাগছে। পকাই কালকে একটা গিটার কিনে আনলো বেশ ভালো লাগছিল কেউ ই বাজাতে পারলাম না সুধুই টুং টাং পকাই বলল ও গিটার বাজানো শিখবে ভাবছি এবার তিন ভাই এ মিলে একটা ব্যান্ড বানাবো বিদেশ যাওয়া তো আর হচ্ছে না মনে হয়। লেখা লিখির কাজটা অনেকটা বাচ্চা জন্ম দেবার মত। আবার বমির সঙ্গেও তুলনা করা যেতে পারে।যতখ্খন ওগরাতে না পারছি ততখ্ক্ষণ শান্তি নেই। এখন গল্পের বাকি টুকু যেটা কাল রাতে খাতে লিখেছি সেটা ব্লগ এ আপলোড করব (মানে টাইপ করব) হে হে হে হে আমার গল্পের ব্লগের ওবেব ঠিকানা হলো www.holoibagolpo.blogspot.com
Comments
Post a Comment