১ লা জুন ২০১৮ "মন আজ বিষাক্ত অতিরিক্ত"

অনেক দিন লেখা হয়নি | লিখতে গেলেই যেটা সবার প্রথমে মনে আসে সেটা হলো কি লিখব | যখন হাতের সামনে কলম আর কাগজ থাকেনা তখন বেশ সুন্দর লেখার কথা মনে পরে | পরে আর সেটা মনে থাকেনা| 

যাই হোক যখন মাথায় কিছু আসেনা তখন বর্তমানে কি চলছে সেটাই লেখা যাক

আমি প্রায় ৩৮ বছর বয়সি হতে চললাম, উপলব্ধি বা সাফল্য বলতে গেলে কিছুই নেই| বিফলতাই আমার জীবনে সর্বৈব সত্য| কয়েক বছর আগে অবধিও নিজেকে অসফল ভাবতে অনেক কষ্ট হত, কিন্তু কষ্ট হলেই বা কি জীবনে যেটার সন্মুখীন হতে সবচেয়ে মানুষ ভয় পায় সেটাই তার সঙ্গে হয়|

সবচেয়ে বড় কথা পৃথিবীতে কিছু অর্জন করতেই আমাদের আসা| আমারও অর্জন হয়েছে সেটা হলো অসফলতা|

বর্তমানে আমি এক অদ্ভুত পর্যায়ের মধ্যে চলছি, সেটা হলো যেটা করতে আমার ভালো লাগছে সেটাই করে যেতে বাধ্য হচ্ছি| হয়ত আমি ঝুঁকি নিতে ভয় পাই| সবার বিরুদ্ধে কাজ করবার জন্যে সাহস চাই সেটা আমি পাচ্ছি না একটু ঝুঁকি নিয়েও আবার দুপা পিছিয়ে আসছি| এবার মন শক্ত করতে হবে সময় যে আর নেই|

 

Comments